কঙ্গনা রানাওয়াতের সঙ্গে সাংবাদিকদের বচসা এবার ক্রমাগত বেড়েই চলেছে। ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র গানের টিজার লঞ্চের অনুষ্ঠানে হওয়া সাংবাদিক জাস্টিন রাওয়ের সঙ্গে তাঁর বচসার ঘটনায় কোনওভাবেই ক্ষমা চাইতে নারাজ কঙ্গনা। যদিও গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিয়েছেন ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র প্রযোজক একতা কাপুর।
ক্ষমা না চাইলে কঙ্গনাকে বয়কট করার কথা জানিয়ে দিয়েছে ‘এন্টারটেইনমেন্ট গিল্ড অফ ইন্ডিয়া’। এপ্রসঙ্গে নিজের বক্তব্যের ভিডিয়ো রেকর্ড করেছেন অভিনেত্রী। যেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল। যে ভিডিয়ো বার্তায় কিছু অংশের সাংবাদিকদের প্রশংসা করেছেন কঙ্গনা, আবার সাংবাদিকদের একাংশের কড়া সমালোচনাও করেছেন অভিনেত্রী। কঙ্গনার কথায় ”সব জায়গাতেই ভালো লোকদের পাশাপাশি কিছু খারাপ লোকজনও থাকে। এমন অনেক সাংবাদিক রয়েছেন যাঁরা সবসময় আমায় উৎসাহিত করছেন। আমার এই সাফল্যের পিছনে মিডিয়ার একটা বড় হাত রয়েছে। যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে কাজে উৎসাহ দিয়েছেন তাঁদের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। আবার কিছু লোকজন রয়েছেন যাঁরা সাংবাদিকতার এই গরিমাকে নষ্ট করেন। ইচ্ছাকৃতভাবে দেশের একতাকে নষ্ট করার প্ররোচনা দেন। মিথ্যা প্রচার করেন, দেশদ্রোহী কাজকর্ম করেন। এধরনের এক সাংবাদিকের সঙ্গেই আমার ওইদিন সাংবাদিক সম্মেলনে কথা হয়েছিল। আমি ওর কথার জবাব দিতে অস্বীকার করি। আর তারপরই কিছু লোকজন এন্টারটেইনমেন্ট গিল্ড বানিয়ে আমাকে বয়কট করার হুমকি দেন। এর আগে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে আমি এক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে প্রচার করেছিলাম, সেসময়ও ওই একই সাংবাদিক আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলেন। পাশাপাশি পশু হত্যার বিরুদ্ধে আমি যখন প্রচার করেছিলাম তখনও উনি একই কাজ করেছিলেন। এক শহিদের নামে ছবি বানিয়েছিলাম তিনি সেটা নিয়েও মজা মশকরা করেছিলেন। ”
(Contd)….🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/nzQoVN8llU— Rangoli Chandel (@Rangoli_A) July 11, 2019
কঙ্গনার আরও অভিযোগ, ” কোনও কিছু ঘটলে তা তর্ক-বিতর্কের মাধ্যমে তার প্রতিবাদ করা সাংবাদিকদের অধিকার। আর কিছু লোকজন সেগুলি না করে গালিগালাজ করেন, নিজের এই পেশাকেই এরাঁ নিচে নামিয়ে দেন। এধরনের দেশদ্রোহী, বিকিয়ে যাওয়া সংবাদিকদের আমার কাছে কোনও মূল্যই নেই। শুধুমাত্র তোমাদের মত লোকজন নেই বলেই আমি আজ দেশের অন্যতম টপ, হায়েস্ট পেড অভিনত্রীদের মধ্যে অন্যতম হতে পেরেছি। তোমরা যদি আমায় বয়কট করতে চাও তাহলে করতে পারো, এতে আমার কিছুই যায় আসে না। ”
প্রসঙ্গত কঙ্গনার সঙ্গে জাস্টিনের বিবাদের সূত্রপাত হয়েছিল ‘মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি’ সংবাদিক সম্মেলনের সময়। যেখানে সাংবাদিক জাস্টিন রাও তাঁকে প্রশ্ন করেছিলেন পুলওয়ামা জঙ্গি হামলার তাঁর ছবিকে কেন পাকিস্তানে মুক্তি দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তরে কঙ্গনা যা উত্তর দিয়েছিলেন সেটাই টুইট করেছিলেন জাস্টিন রাও।
এরপরে সম্প্রতি হওয়া জাজমেন্টাল হ্যায় কেয়ার গানের টিজার লঞ্চের অনুষ্ঠানে সাংবাদিক জাস্টিন রাওয়ের উত্তর দিতে অস্বীকার করেন কঙ্গনা। তাঁর অভিযোগ জাস্টিন ‘মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি’ ছবিটি নিয়ে খারাপ প্রচারে চালিয়েছেন। এক্ষেত্রে কঙ্গনা ও জাস্টিনের বচসার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন