রোহিট শেট্টির ‘খাতরো কী খিলাড়ি’ বা ওই রকম সব রিয়ালিটি শো-এ কত কী না করতে হয় প্রতিযোগীদের! কখনও গভীর জলে ডুব দিয়ে বাক্সের তালা খোলা থেকে শুরু করে হাত বাঁধা অবস্থায় খাঁচার তালা খুলে বেরিয়ে আসার মতো একাধিক ‘খেলা’ বা ‘স্টান্ট’ আমরা দেখে অভ্যস্ত। তবে এই রিয়ালিটি শো-এ ‘স্টান্ট’ দেখাতে গিয়ে জেল হয়েছে, এমন শুনেছেন কখনও? অদ্ভুত শোনালেও এমনটাই ঘটেছে থাইল্যান্ডে।
এপ্রিল মাসে থাইল্যান্ডের ‘হাত চাও মাই ন্যাশনাল পার্ক’-এ দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় একটি রিয়ালিটি শো-এর শুটিং ছিল। রিয়ালিটি শো-এর ‘ল্য অব দ্য জঙ্গল’ বা জঙ্গলের আইন শীর্ষক এই পর্বের একটি দৃশ্যে দক্ষিণ কোরিয়ো অভিনেত্রী লি ইউল-এম ডুব দেন সমুদ্রের গভীরে। জলের তলায় শুটিং চলাকালীন লি ইউল একটি বড়সড় ঝিনুক হাতে তুলে নেন। কিন্তু অভিনেত্রী জানতেনই না, যে ঝোঁকের বশে হাতে তুলে নেওয়া ওই ঝিনুকটি থাইল্যান্ডের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ‘হাত চাও মাই ন্যাশনাল পার্ক’ কর্তৃপক্ষ। মামলা করা হয় ওই অভিনেত্রীর বিরুদ্ধে।
সংবাদ সংস্থা এএফপি-কে ‘হাত চাও মাই ন্যাশনাল পার্ক’-এর অধিকর্তা নারঙ্গ কঙ্গাইদ জানান, পার্কের আইন আর বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘনের অপরাধে গত বুধবার দু’টি পৃথক মামলা করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। এই আইন অনুযায়ী, সর্বোচ্চ পাঁচ বছরের জেল বা ৬৫০ ডলার (ভারতীয় মূদ্রায় যা প্রায় ৪৫ হাজার টাকার সমান) জরিমানা হতে পারে ওই অভিনেত্রীর।
এই ঘটনায় ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার ওই জনপ্রিয় রিয়ালিটি শো-এর কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে। রিয়ালিটি শো-এর কর্তৃপক্ষের বক্তব্য, থাইল্যান্ডের বন্যপ্রাণী সুরক্ষা আইন সম্পর্কে তাঁরা অবগত ছিলেন না। ভবিষ্যতে এই ধরনের শুটিংয়ের ক্ষেত্রে আরও সতর্ক হবেন তাঁরা।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন