‘দেব ডি’, ‘সাহেব বিবি অঔর গ্যংস্টার’, ‘ফ্যামিলি অফ ঠাকুরগঞ্জ’, ‘বু্দ্ধা ইন অ্যা ট্রাফিক জ্যাম’ সহ একাধিক ছবিতে অভিনয় করে বেশ নজর কেড়েছেন অভিনেত্রী মাহি গিল। তবে বহুদিন হল তাঁকে বড়পর্দায় দেখা যাচ্ছে না। যদিও নির্মাল পাণ্ডের ‘দাবাং থ্রি’ ছবিতে তাঁকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
মাহি গিল এমন একজন অভিনেত্রী যাঁর অভিনয় ও কাজের কথা জানা গেলেও ব্যক্তিগত জীবনের খবর সেভাবে জানা যায় না। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। নবভারত টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মাহি জানিয়েছেন তাঁর ‘বয় ফ্রেন্ড’ আছে এবং তিনি লিভ-ইন সম্পর্কে রয়েছেন। এমনকি তাঁর আড়াই বছরের একটি মেয়েও রয়েছে বলে জানিয়েছেন মাহি। মেয়ের নাম ভেরোনিকা। অভিনেত্রী জানান, তিনি মেয়েকে নিয়ে মুম্বইতেই থাকেন। আর তাঁর প্রেমিক থাকেন গোয়াতে। মাঝে মধ্যেই মেয়েকে নিয়ে গোয়ায় যান মাহি।
মাহির কথায় তিনি বিয়ে করেননি। তবে সিঙ্গল মাদার হিসাবে তিনি গর্বিত। বিয়ে কবে করবেন? এই প্রশ্নের উত্তরে তাঁর জবাব, যেদিন মনে হবে সেদিনই বিয়ে করবেন। তবে বিয়ে না করেও পরিবার সন্তান সবই পাওয়া যায়। তাই আলাদা করে বিয়ের প্রয়োজনীয়তা আছে বলেও তিনি মনে করেন না। তবে ভেরোনিকা তাঁর নিজের সন্তান নাকি তাঁকে তিনি দত্তক নিয়েছেন সেবিষয়টি স্পষ্ট করেননি মাহি গিল।
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন
অবস্থা স্থিতিশীল নয় ঐন্দ্রিলা শর্মার। রক্তচাপ ওঠানামা করছে। আরো পড়ুন
এই মুহূর্তে কেরিয়ার গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী জাহ্নবী কাপুরের। আরো পড়ুন
দু’দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শঙ্কর-পত্নী সোনালি চক্রবর্তী। আরো পড়ুন
ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হয়েছে তাঁর জমানা। আরো পড়ুন
বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘পোন্নিয়িন সেলভান ১’। আরো পড়ুন
বক্স অফিসে খরা কাটিয়ে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির হাত ধরে খানিকটা হাঁফ ছেড়ে বেঁচেছে বলিপাড়া। আরো পড়ুন