শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের গল্প। সেই গল্প অবলম্বনেই সিনেমা বানাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ইতালির মিলানের বাসিন্দা এক বাঙালি দম্পতির শিশু ‘বনি’ এই গল্পের মূল চরিত্র। তাই বনি-এর শুটিংয়ে আপাতত ইতালিতে পরমব্রত এন্ড কোং।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ইতালিতে শুটিংয়ের ছবি পোস্ট করেন পরমব্রত। ছবিতে দেখা যাচ্ছে ইতালিতে ওডিইউ মুভিজ-এর অফিসে মিটিংয়ে ব্যস্ত পরমব্রত ও তাঁর সহযোগীরা। ওডিইউ মুভিজ ইতালির একটি প্রোডাকশান হাউস। বিদেশে শুটিংয়ের ব্যস্ততার মাঝে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন কোয়েল মল্লিকও। পরিচালক পরমব্রতর সঙ্গেও একটি ছবি পোস্ট করেন তিনি।
গত মাসেই বনি-এর প্রথম পোস্টার প্রকাশ্যে আনেন কোয়েল মল্লিক। নিজের টুইটার হ্যান্ডেলে ছবির পোস্টার প্রকাশ করে তিনি লেখেন, ”রহস্যের আবরণে মোড়া এক বিস্ময়-শিশু, গন্তব্য অনিশ্চিত ভবিষ্যৎ। আসছে #Bony ”
জুনে পোস্টার প্রকাশ্যে আসার পরেই কোয়েলের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ”প্রথমবার আমি এধরনের ছবি করছি। বাংলাতে এই ধরনের ছবি খুব একটা বেশি এর আগে দেখা যায়নি। এখানে আমার চরিত্রটার নাম প্রতিভা। ও হচ্ছে বনির মা। এখানে মহিলার একটা পরিবর্তন দেখানো হচ্ছে। একজন সাধারণ মা থেকে কীভাবে সে পরিবর্তিত হয়, সেটা দেখানো হবে এই ছবিতে।”
প্রসঙ্গত, ‘সোনার পাহাড়’ ছবিটির পর ফের একবার পরিচালনায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনেই তৈরি হচ্ছে তাঁর এই ছবি। এই ছবিতে কোয়েল মল্লিক ছাড়াও রয়েছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক। ছবির সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায়।
বাবা শাহরুখ খান। অভিনয় জগতে পা রেখে তাঁর পদাঙ্কই অনুসরণ করলেন মেয়ে সুহানা। আরো পড়ুন
কাশ্মীরি গালিচায় অনাবৃত রণবীর সিং। গায়ে সুতোটি নেই। হাত দিয়ে আড়াল করে রেখেছেন গোপনাঙ্গ। আরো পড়ুন
দশ দিনের লড়াইয়ের পর প্রয়াত ৮২ বছরের সংগীতশিল্পী ভূপিন্দর সিংহ। আরো পড়ুন
মাথায় কাঁচা-পাকা চুল, ন্যুড মেকআপ, প্রকাশ্যে ‘ইমারজেন্সি’র প্রথম লুক। আরো পড়ুন
বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। চলতি বছরেই অনুরাগীদের দোলাচলে রেখে শেষমেশ সাতপাকে বাঁধা পড়েছিলেন ‘রণলিয়া’। আরো পড়ুন
পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা খুনের পর গাড়ির ভিতরেই উৎসব শুরু করেছিলেন দুই আততায়ী। আরো পড়ুন
২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ। তার পর থেকে সাফল্যের রেখা আকাশ ছুঁতে চলল রশ্মিকা মন্দান্নার। আরো পড়ুন
প্রথম যৌনতার স্বাদ কে কখন পায়, তা কি বলা যায়! আরো পড়ুন