‘মুন্নাভাই M B B S’ হোক কিংবা ‘লগে রহো মুন্নাভাই’ রাজকুমার হিরানির মুন্নাভাই সিরিজের দুটি ছবিই জবরদস্ত হিট। ২০০৩ ও ২০০৬ সালে মুক্তি পাওয়া এই দুই ছবিই এখনও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ‘মুন্নাভাই’-এর ভক্তদের মনে এখন প্রশ্ন কবে আসছে এই সিরিজের তৃতীয় ছবি?
সম্প্রতি, ছিল সঞ্জয় দত্তর নিজস্ব প্রযোজনা সংস্থার মারাঠি ছবি ‘বাবা’ টেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা। সেখানেই মুন্নাভাই পার্ট ৩ কবে আসছে সেবিষয়েই প্রশ্ন করা হয়েছিল সঞ্জয় দত্তকে। উত্তরে অভিনেতা জানান, ”ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ছবিটি যেন খুব তাড়াতাড়ি শুরু হয়। তবে এটার কাজ ঠিক কবে শুরু হবে সেবিষয়ে পরিচালক রাজকুমার হিরানিকে প্রশ্ন করলেই ভালো হয়। এই ছবিটির জন্য আপনার যেভাবে অপেক্ষা করছেন তেমনই আমিও অপেক্ষা করছি।”
বি-টাউনে #MeToo কেসে নাম জড়িয়েছে পরিচালক রাজকুমার হিরানিরও। ‘সঞ্জু’ ছবিতে তাঁর সঙ্গে সহ পরিচালক হিসাবে কাজ করছিলেন এক মহিলা রাজকুমার হিরানির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। যদিও আপাতত তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগ এখন প্রমাণ সাপেক্ষ। শোনা যাচ্ছে যতদিননা এই মামলায় রাজকুমার হিরানি ক্লিন চিট পাচ্ছেন ততদিন পর্যন্ত মুন্নাভাই ৩-র কাজ শুরু করা যাবে না।
যদিও রাজকুমার হিরানির বিরুদ্ধে ওঠে এই যৌন হেনস্থার অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউডের বেশিরভাগ তারকারাই। সঞ্জয় দত্ত, থেকে দিয়া মির্জা, অমরদীপ ঝা কেউই প্রায় একথা বিশ্বাস করতে রাজি নন রাজকুমার এমনটা করতে পারেন। তাঁকে ফাঁসানো হচ্ছে বলেই দাবি করেছেন রাজকুমার হিরানি নিজে। রাজকুমার হিরানির বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে অভিনেত্রী অমরদীপ ঝা বলেন, ”আমি ভীষণভাবে বিশ্বাস করি উনি (রাজকুমার হিরানি) এমনটা করেননি। এমনকি ওনাকে (রাজকুমার) সিনেমার সেটে একটা খারাপ মন্তব্য, বা মজা করতেও দেখিনি কখনও। সেটে উনি (রাজকুমার হিরানি) একজন দেবদূতের মতো। আমি অভিযোগকারিণীকে চিনি না, আমি কী ঘটেছে জানিও না। তবে এটুকুই প্রার্থনা করি, যিনি নিরাপরাধ, তিনি যেন সঠিক বিচার পান।”
এবিষয়ে এবিষয়ে দিয়া মির্জা বলেন, ” আমি এমন অভিযোগে ভীষণ আঘাত পেয়েছি। আমি এমন একজন, যিনি রাজু স্যারকে দীর্ঘ ১৫ বছর ধরে জানি, শ্রদ্ধা করি। আমি এখন শুধুমাত্র অফিসিয়াল তদন্তের অপেক্ষায় রয়েছে। উনি (রাজকুমার হিরানি) ভদ্র একজন মানুষ। তবে এরবেশি কিছু আমার বলা উচিত নয়। কারণ ঠিক কী ঘটেছে সেটাও আমি জানি না।”
সঞ্জয় দত্ত বলেন, ”রাজুর (রাজকুমার হিরানি) বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আমি বিশ্বাসই করিনা। ওর সঙ্গে আমি বহু ছবিতে কাজ করেছি। বহু বছর ধরে কাজ করছি। আমি জানি না ওই মহিলা ওর বিরুদ্ধে কেন এমন অভিযোগ এনেছে। আমাদের অনেকের কাছেই এই অভিযোগের কোনও ভিত্তিই নেই। কারণ ও এমন একটা লোক যাঁর বিরুদ্ধে এইরকম অভিযোগ বিশ্বাসযোগ্য হতেই পারে না।”
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন