তিনি একটু ঠোঁটকাটা, বি-টাউনে এভাবেই পরিচিত তাপসী পন্নু। সোশ্যাল মিডিয়ায় হাসি-তামাশার মোড়কে প্রায়ই সত্যি কথাটা বলতে ছাড়েন না অভিনেত্রী। এবার নারীর উপর পুরুষের অধিকার নিয়ে ‘কবীর সিং’-এর পরিচালক সন্দীপ রেড্ডী ভাঙ্গার বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন তাপসী।
কিছুদিন আগেই ‘কবীর সিং’ ছবির পরিচালক সন্দীপ রেড্ডী ভাঙ্গার একটি মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছিল। কবীর সিং দেখে অনেকেই বলেছিলেন পুরুষের ঔদ্ধত্য ও নারীর ওপর তাঁর অধিকারকে প্রকট ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। সিনেমায় কিয়ারা আডবাণীরকে শাহিদের বার বার চড় মারা নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। এই প্রসঙ্গে সন্দীপ বলেন, “প্রেমিক-প্রেমিকা যদি পরপস্পরকে গভীরভাবে ভালবাসে, তবে তাদের একে অপরকে চড় মারার অধিকার রয়েছে। এতে আমি দোষের কিছু দেখি না। যদি ভালবাসার মানুষটিকে স্পর্শ করার, চড় মারার অধিকার না থাকে তবে সেটা ভালবাসা নয়।”
টুইটারে সন্দীপের সেই বক্তব্যের কিছুটা ব্যাঙ্গ করেই জবাবই দিয়েছেন তাপসী। ট্যুইটারে একটি খবর শেয়ার করেন তিনি যেখানে বলা হয়েছে এক ব্যক্তি তাঁর প্রেমিকার মাথায় আঘাত করেছেন তাঁর চরিত্রের জন্য। তাপসী লেখেন, “সম্ভবত তাঁরা একে অপরকে গভীরভাবে ভালবাসতেন। এই ঘটনার মাধ্যমে হয়ত তাঁদের ভালবাসা প্রমাণিত হয়।”
তাপসীর এই ট্যুইট নিয়েও অবশ্য অনেকেই সমালোচনা শুরু করেছেন। তাদের উদ্দেশেও তাপসী পাল্টা কমেন্ট করেছেন। তাঁর দাবি, শুধুমাত্র মজার ছলেই ট্যুইট করেছেন তিনি। যাঁরা বিষয়টি বুঝতে পারছেন না তাদের এই নিয়ে মাথা ঘামাতেও বারণ করেছেন।
প্রসঙ্গত, সন্দীপের বক্তব্য নিয়ে নেটিজেনদের অনেকেই নিন্দা করলেও কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চান্দেলকে অবশ্য তিনি পাশে পেয়েছিলেন। রঙ্গোলির মতে ‘গলি বয়’ ছবিতে আলিয়ার চরিত্রটি অনেক বেশি হিংস্র ছিল। তখন কেউ সমোলোচনা করেননি। কবীর সিংয়ের সমালোচকদের ‘অশিক্ষিত নারীবাদী’ বলেও আক্রমণ করেছিলেন রঙ্গোলি।
বাবা শাহরুখ খান। অভিনয় জগতে পা রেখে তাঁর পদাঙ্কই অনুসরণ করলেন মেয়ে সুহানা। আরো পড়ুন
কাশ্মীরি গালিচায় অনাবৃত রণবীর সিং। গায়ে সুতোটি নেই। হাত দিয়ে আড়াল করে রেখেছেন গোপনাঙ্গ। আরো পড়ুন
দশ দিনের লড়াইয়ের পর প্রয়াত ৮২ বছরের সংগীতশিল্পী ভূপিন্দর সিংহ। আরো পড়ুন
মাথায় কাঁচা-পাকা চুল, ন্যুড মেকআপ, প্রকাশ্যে ‘ইমারজেন্সি’র প্রথম লুক। আরো পড়ুন
বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। চলতি বছরেই অনুরাগীদের দোলাচলে রেখে শেষমেশ সাতপাকে বাঁধা পড়েছিলেন ‘রণলিয়া’। আরো পড়ুন
পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা খুনের পর গাড়ির ভিতরেই উৎসব শুরু করেছিলেন দুই আততায়ী। আরো পড়ুন
২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ। তার পর থেকে সাফল্যের রেখা আকাশ ছুঁতে চলল রশ্মিকা মন্দান্নার। আরো পড়ুন
প্রথম যৌনতার স্বাদ কে কখন পায়, তা কি বলা যায়! আরো পড়ুন