তনুশ্রী দত্ত ও নানা পাটেকর কেসে প্রমাণের অভাবে ‘বি সামারি’ রিপোর্ট পেশ করল পুলিস। ১২ জুন মুম্বইয়ের ওশিওয়ারা থানার পুলিস মুম্বাইয়ের আন্ধেরির একজন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটকে এই বি সামারি রিপোর্ট জমা দেয়। এই রিপোর্টের অর্থ পুলিস অভিযুক্তের বিপক্ষে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি যার ওপর ভিত্তি করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়।
কিন্তু তনুশ্রী পুলিসের এই রিপোর্ট মানতে নারাজ। ম্যাজিস্ট্রেট তনুশ্রীকে নির্দেশ দিয়েছেন পুলিসের রিপোর্টের উত্তর দেওয়ার জন্য। শনিবার তনুশ্রীর আইনজীবী জানান তাঁরা পুলিসের রিপোর্টের প্রতিবাদ করছেন। তিনি বলেন, “আদালত আমাদের কিছুদিন সময় দিয়েছে। আমরা পুলিসের বি সামারি রিপোর্টের বিরুদ্ধে হলফনামা বা পিটিশন দাখিল করব। ৭ সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য হয়েছে।”
২০১৮ অক্টাবর মাসে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তাঁর অভিযোগ ছিল ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শ্যুটিং-এর সময় তনুশ্রীকে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করেন নানা। এরপরই তিনি শ্যুটিং সেট ছেড়ে বেরিয়ে যান। তনুশ্রীর এই অভিযোগের মাধ্যমেই বলিউডে #MeToo মুভমেন্ট শুরু হয়েছিল।
তনুশ্রীর অভিযোগের ভিত্তিতেই নানা পাটেকর ছাড়াও নাচের কোরিওগ্রাফার গনেশ আচারিয়া, ছবির প্রযোজক সামি সিদ্দিকী এবং রাকেশ সারাঙ্গের ওপর অভিযোগ দায়ের হয়েছিল। এই বি সামারি রিপোর্টের ভিত্তিতে সব অভিযোগ থেকে মুক্তি পান তাঁরা।
ভারতীয় দন্ড বিধির ৩৫৪ এবং ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয় তাঁদের ওপর। কিন্তু এখনও পর্যন্ত কাউকে এই কেসে গ্রেফ্তার করা হয়নি।
বাবা শাহরুখ খান। অভিনয় জগতে পা রেখে তাঁর পদাঙ্কই অনুসরণ করলেন মেয়ে সুহানা। আরো পড়ুন
কাশ্মীরি গালিচায় অনাবৃত রণবীর সিং। গায়ে সুতোটি নেই। হাত দিয়ে আড়াল করে রেখেছেন গোপনাঙ্গ। আরো পড়ুন
দশ দিনের লড়াইয়ের পর প্রয়াত ৮২ বছরের সংগীতশিল্পী ভূপিন্দর সিংহ। আরো পড়ুন
মাথায় কাঁচা-পাকা চুল, ন্যুড মেকআপ, প্রকাশ্যে ‘ইমারজেন্সি’র প্রথম লুক। আরো পড়ুন
বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। চলতি বছরেই অনুরাগীদের দোলাচলে রেখে শেষমেশ সাতপাকে বাঁধা পড়েছিলেন ‘রণলিয়া’। আরো পড়ুন
পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা খুনের পর গাড়ির ভিতরেই উৎসব শুরু করেছিলেন দুই আততায়ী। আরো পড়ুন
২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ। তার পর থেকে সাফল্যের রেখা আকাশ ছুঁতে চলল রশ্মিকা মন্দান্নার। আরো পড়ুন
প্রথম যৌনতার স্বাদ কে কখন পায়, তা কি বলা যায়! আরো পড়ুন