তনুশ্রী দত্ত ও নানা পাটেকর কেসে প্রমাণের অভাবে ‘বি সামারি’ রিপোর্ট পেশ করল পুলিস। ১২ জুন মুম্বইয়ের ওশিওয়ারা থানার পুলিস মুম্বাইয়ের আন্ধেরির একজন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটকে এই বি সামারি রিপোর্ট জমা দেয়। এই রিপোর্টের অর্থ পুলিস অভিযুক্তের বিপক্ষে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি যার ওপর ভিত্তি করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়।
কিন্তু তনুশ্রী পুলিসের এই রিপোর্ট মানতে নারাজ। ম্যাজিস্ট্রেট তনুশ্রীকে নির্দেশ দিয়েছেন পুলিসের রিপোর্টের উত্তর দেওয়ার জন্য। শনিবার তনুশ্রীর আইনজীবী জানান তাঁরা পুলিসের রিপোর্টের প্রতিবাদ করছেন। তিনি বলেন, “আদালত আমাদের কিছুদিন সময় দিয়েছে। আমরা পুলিসের বি সামারি রিপোর্টের বিরুদ্ধে হলফনামা বা পিটিশন দাখিল করব। ৭ সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য হয়েছে।”
২০১৮ অক্টাবর মাসে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তাঁর অভিযোগ ছিল ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শ্যুটিং-এর সময় তনুশ্রীকে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করেন নানা। এরপরই তিনি শ্যুটিং সেট ছেড়ে বেরিয়ে যান। তনুশ্রীর এই অভিযোগের মাধ্যমেই বলিউডে #MeToo মুভমেন্ট শুরু হয়েছিল।
তনুশ্রীর অভিযোগের ভিত্তিতেই নানা পাটেকর ছাড়াও নাচের কোরিওগ্রাফার গনেশ আচারিয়া, ছবির প্রযোজক সামি সিদ্দিকী এবং রাকেশ সারাঙ্গের ওপর অভিযোগ দায়ের হয়েছিল। এই বি সামারি রিপোর্টের ভিত্তিতে সব অভিযোগ থেকে মুক্তি পান তাঁরা।
ভারতীয় দন্ড বিধির ৩৫৪ এবং ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয় তাঁদের ওপর। কিন্তু এখনও পর্যন্ত কাউকে এই কেসে গ্রেফ্তার করা হয়নি।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন