শুক্রবার দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী সমীরা রেড্ডি। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ভক্তদের মা হওয়ার খবর নিজেই জানিয়েছিলেন সমীরা। লিখেছিলেন, “আজ সকালে আমার জীবনে এসেছে আমার মেয়ে। আমার ছোট্ট পরী! সবার ভালবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ।”
এবার সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি মেয়ের ছবি প্রকাশ্যে এনেছেন সমীরা। ক্যাপশানে লিখেছেন, ”এই ছোট্ট মেয়েই আমাকে বন্য ঘোড়ার মতোই নতুন শক্তি দিয়েছে। ও আবার আমায় নিজেকে নতুন করে খুঁজে নিতে সাহায্য করছে। ও জানে আমি হারিয়ে গিয়েছিলাম, ও আমায় আবার নতুন রাস্তা দেখাচ্ছে। মাতৃত্বের নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছি। এই সময়ের শারীরিক পরিবর্তন, অনুভূতির পরিবর্তন সবকিছুই অন্যরকম। আমি ভীষণ খুশি, মানুষ আমার পাশে থেকেছে। আমি কন্যাসন্তানই চেয়েছিলাম, সেটাই পেয়েছি আশীর্বাদস্বরূপ। ”
এর আগে ‘স্পটবয়’ দেওয়া সাক্ষাৎকারে সমীরা বলেন, ” সন্তানের জন্ম হয়েছে শুক্রবার, আমার বৃহস্পতিবারও আমি বিজ্ঞাপনের জন্য শ্যুট করেছি। বুধবার চিকিৎসকের পরামর্শ নিয়েই আমি এই শ্যুট করেছি। চিকিৎসক গায়েত্রী রাও-এর তত্ত্বাবধানে আমি মা হয়েছি। ” প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন সমীরা। তাঁর ‘মেটারনিটি ফটোশ্যুট’-এর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সমীরা বলেছিলেন এই সময়টা বেশ উপভোগ করছেন তিনি।
২০১৪ সালে ‘ভারদেঞ্চি’র মালিক অক্ষয় ভার্দের সঙ্গে সাত পাকে বাঁধা পরেন সমীরা। ২০১৫ সালে তাঁদের প্রথম সন্তান হান্সের জন্ম হয়। এর আগে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, প্রথম সন্তানের জন্মের পর তাঁর ওজন খুব বেড়ে যায়। সেজন্য নাকি বাড়ির বাইরে বেরোতেও ভয় পেতেন তিনি। অভিনয় জগতও ছেড়ে দেন এই কারণেই। তবে এবার অবস্থা অন্যরকম বলেই জানিয়েছিলেন সমীরা।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন
অবস্থা স্থিতিশীল নয় ঐন্দ্রিলা শর্মার। রক্তচাপ ওঠানামা করছে। আরো পড়ুন
এই মুহূর্তে কেরিয়ার গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী জাহ্নবী কাপুরের। আরো পড়ুন
দু’দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শঙ্কর-পত্নী সোনালি চক্রবর্তী। আরো পড়ুন
ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হয়েছে তাঁর জমানা। আরো পড়ুন