সিনেমা জগৎ থেকে বিদায় নেওয়ার কথা কয়েকদিন আগেই ঘোষণা করেছেন ‘দঙ্গল গার্ল’ জায়রা ওয়াসিম। এবার শেষ ছবি ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’-এর প্রচারেও থাকতে পারবেন না বলে জানিয়ে দিলেন জায়রা। ‘মিড ডে’-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জায়রা ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’-এর প্রচারে না থাকতে পারার কথা ছবির নির্মাতা জানিয়ে দিয়েছেন।
অক্টোবর মাসের ১১ তারিখ মুক্তি পাওয়ার কথা ফারহান আখতারের ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি। শোনা যাচ্ছে, ছবির নির্মাতারা অগস্টের শেষ থেকেই ছবির প্রচার শুরু করার কথা ভাবছেন। তবে তাঁকে যাতে এই প্রচার থেকে অব্যাহতি দেওয়া হয় সেই অনুরোধই নির্মাতাদের জানান জায়রা ওয়াসিম।
গত রবিবার সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্টে জায়রা ওয়াসিম লেখেন, “আমার কাজ, আমার পরিচিতি নিয়ে আমি খুশি নই। অনেকদিন ধরে আমার মনে হচ্ছে অন্য কেউ হওয়ার জন্যই আমি পরিশ্রম করছি। যখনই আমি বুঝতে শিখেছি কিসের জন্য আমি সময় দিচ্ছি, পরিশ্রম করছি, তখনই আমি বুঝেছি এখানে আমাকে মানালেও আমি এর জন্য উপযুক্ত নই। এই জগৎ আমাকে অনেক ভালবাসা, সমর্থন দিয়েছে। কিন্তু পাশাপাশি এর জন্য আমি আমার বিশ্বাস থেকে সরে গিয়েছি। আমার কাজের সঙ্গে আমার ধর্মবিশ্বাসের সংঘাত হচ্ছে।”
জায়রার মতে, তিনি যতই নিজেকে বোঝান যা তিনি করছেন সব ঠিক ততই তাঁর জীবন থেকে ‘আর্শীবাদ’ হারিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, “নতুন ভাবে সবকিছু শুরু করার জন্য এ ছাড়া আর কিছু করার নেই আমার।”
প্রসঙ্গত ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে জায়রা ছাড়াও দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারকে। এই ছবির মাধ্যমেই তিন বছর পর হিন্দি ছবিতে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে প্রিয়াঙ্কা ও ফারহানকে জায়রার বাবা-মায়ের ভূমিকায় দেখা যাবে। এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি ছবি। এখানে ১৩ বছর বয়সী আয়েশা চৌধরীর ভূমিকায় দেখা যাবে জায়রাকে। যে ‘পালমোনারি ফিবরোসিস’ আক্রান্ত। নিজের জীবনকে নিয়েই সে একটি বই লেখেন তিনি এবং মাত্র ১৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ ছবির পরিচালনা করছেন সোনালী বোস।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন