দ্বিতীয় মোদী সরকারের বাজেটকে লক্ষ্যহীন আখ্যা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বাজেটের জেরে বাড়বে জিনিসপত্রের দাম। একইসঙ্গে মমতার কটাক্ষ, এটাই নির্বাচনের পুরস্কার।
টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,’বাজেট সর্বৈব দিশাহীন। বেলাইন বাজেট। পেট্রোল ও ডিজেলে শুধু আমদানি সেসই নয়, শুল্কও চাপানো হয়েছে। এর জেরে প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়বে ২.৫০ টাকা। ২.৩০ টাকা দাম বাড়বে লিটারপিছু ডিজেলের’।
মমতাও আরও লিখেছেন,’পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় পরিবহণ খরচ বাড়বে। তার ফলে বৃদ্ধি পাবে শাক-সবজির দাম। ভোগান্তি হবে সাধারণ মানুষের’। বিপুল জনাদেশ পেয়ে ক্ষমতায় এসেছে মোদী সরকার। দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা দুহাত তুলে সমর্থন দিয়েছেন। সে দিকেই ইঙ্গিত করে মমতার কটাক্ষ, এটাই নির্বাচনের পুরস্কার।
বাজেটের অবশ্য ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘বাজেট উন্নয়নমুখী, নাগরিকবান্ধব ও আগামীর দিশারি। দেশকে সমৃদ্ধশালী ও সাধারণ মানুষের শক্তি বৃদ্ধি করবে। সুনিশ্চিত হবে গরিবদের ক্ষমতায়ন। যুবকের আগামীর দিশা দেখাবে। মধ্যবিত্তকে প্রগতি পথে নিয়ে যাবে বাজেট। গতি পাবে উন্নয়ন। পরিকাঠামো আধুনিকীকরণেও জোর দেওয়া হয়েছে। লাভবান হবেন ব্যবসায়ীরা। শিক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে’।
দেশে কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৫০০ ছাড়াল। আরো পড়ুন
পার্থ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষের পর পূর্বতন বাম সরকারকে একহাত নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আরো পড়ুন
নিজেকে নির্দোষ দাবি করে জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আরো পড়ুন
পুরীতে গিয়ে বাঙালির হোটেল না পাওয়ার ভোগান্তি কমাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মরিয়া চেষ্টাই সার, শেষপর্যন্ত তিহাড় জেলেই যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) । আরো পড়ুন
ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। আরো পড়ুন
ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা চার মাস পরে আবার সাতশো পার করল। আরো পড়ুন
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির দুই তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে পার্টি থেকে বহিষ্কার করল তৃণমূল। আরো পড়ুন
অগ্নিবীর নিয়োগের পদ্ধতিতে এল বদল। এবার থেকে আগে অনলাইন পরীক্ষা, পরে রিক্রুটমেন্ট ব়্যালি, মেডিক্যাল টেস্ট। আরো পড়ুন