বিজেপি ২ কোটি টাকা ও পেট্রোল পাম্পের লোভ দেখিয়ে তাঁর দলের বিধায়ককে কিনতে চেয়েছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ নস্যাত্ করে দিলীপ ঘোষের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দামই ২ কোটি নয়।
এদিন ২১ জুলাইয়ের শহিদ স্মরণ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, একটা এমএলএ এসেছিল। বললাম, তুমি তো চলে গিয়েছিল। তখন ও জানাল, ২ কোটি টাকা ও পেট্রোল পাম্প দিতে চেয়েছিল। বললাম, বার্গেনিং চলছে নাকি! দুয়ের বদলে ৮?
মমতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। বলেন,’কোন বিধায়ককে কেনার চেষ্টা হয়েছিল, তার জবাব দিন। ২ কোটি টাকা ওনার কোন বিধায়কের দাম। রাস্তায় দাঁড়িয়ে থাকলে কেউ কিনবে না। ওই বিধায়ককে নিয়ে আসুন’। দিলীপের কটাক্ষ, দু’কোটি টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায়েরও দাম নেই।
লোকসভা ভোটের পর তাঁদের দলে যোগদানের জোয়ার শুরু হয়েছে বলেও দাবি করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, বিজেপিকে কিনতে হয় না। এমনিতেই তৃণমূল চলে আসছেন। সকলের কোয়ালিটি টেস্ট করছি। যাকে তাঁকে নেবেন না। জেলায় জেলায় কমিটি করেছি।
তিনি আরও বলেন,’একমাস ধরে খাওয়াদাওয়ার প্রস্তুতি চলছে। পুলিসও নেমে গিয়েছে রাস্তায়। মনে হচ্ছে, যুদ্ধ লেগে গিয়েছে। আপনারাও দেখেছেন। আমাদের সভায় ডিম-ভাতও খাওয়াতে হয়নি। জলের প্যাকেটটাও দিতে পারিনি। তাও লোক এসেছিলেন স্বতঃস্ফূর্তভাবে’।
নিজেকে নির্দোষ দাবি করে জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আরো পড়ুন
পুরীতে গিয়ে বাঙালির হোটেল না পাওয়ার ভোগান্তি কমাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মরিয়া চেষ্টাই সার, শেষপর্যন্ত তিহাড় জেলেই যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) । আরো পড়ুন
ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। আরো পড়ুন
ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা চার মাস পরে আবার সাতশো পার করল। আরো পড়ুন
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির দুই তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে পার্টি থেকে বহিষ্কার করল তৃণমূল। আরো পড়ুন
অগ্নিবীর নিয়োগের পদ্ধতিতে এল বদল। এবার থেকে আগে অনলাইন পরীক্ষা, পরে রিক্রুটমেন্ট ব়্যালি, মেডিক্যাল টেস্ট। আরো পড়ুন
কলকাতা মেট্রোয় আবার ফিরল আগুন-আতঙ্ক! আরো পড়ুন
বুধবার দুপুরে আচমকাই কেঁপে ওঠে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা। আরো পড়ুন