এক গদ্দার তৃণমূলের বিধায়ক-সাংসদদের ফোন করে দলে টানার টোপ দিচ্ছে বলে প্রায়শই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ অস্বীকার করে এবার মুকুল রায় পাল্টা দাবি করলেন, তৃণমূল নেতাদের ফোনের জেরে অতিষ্ঠ হচ্ছেন বিজেপি নেতারা।
লোকসভা ভোটের আগে সৌমিত্র খাঁ, অনুপম হাজরা ও অর্জুন সিংকে বিজেপিতে এনেছেন মুকুল রায়। তাঁর হাত ধরে এসেছেন শঙ্কুদেব পন্ডাও। ভোটের পর তো সাত দফায় তৃণমূল ভাঙার হুঙ্কার দিয়েছেন মুকুল ও কৈলাস। ইতিমধ্যেই একাধিক পুরসভার কাউন্সিলর ও বেশ কয়েকজন বিধায়ক নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। ভোটের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে আসছেন, তাঁর কাছে খবর আছে, দলের নেতাদের ফোন করে বিরক্ত করছেন এক গদ্দার। মোটা টাকা দেওয়ার প্রস্তাবও দিচ্ছেন।
এদিন তৃণমূল নেত্রীর দাবি নস্যাত্ করেন মুকুল রায়। বলেন,’একেবারেই উল্টো। বিজেপি নেতাদের কাছেই ফোন আসছে। তৃণমূলের নেতারা ফোনে বলছেন, আমাকে কবে নেবেন? সত্যি বলছি, আমরা অতিষ্ঠ হয়ে উঠছি। এত ফোন আসছে’।
এদিন তৃণমূল নেত্রীকে বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়েও খোঁচা দেন মুকুল। অতিসম্প্রতি ওই সম্মেলন এক বছরের পরিবর্তনে ২ বছর অন্তর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুকুল রায়ের বক্তব্য, বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা উচিত রাজ্য সরকারের। সম্মেলনের জন্য কত টাকা খরচ হয়েছে, শিল্পে কত লগ্নি হয়েছে, তা জানাতে হবে মানুষকে। আর ২ বছর নতুন সরকার হয়তো শিল্প সম্মেলন করবে।
সরকারি ব্যয় সংকোচের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের কথায়,’এটা তৃণমূলের দ্বিচারিতা। একদিকে বিধায়কদের ভাতা বাড়াচ্ছে, অন্য দিকে বলছেন রাজকোষে ঘাটতি। ৭৫ শতাংশ কাটমানির টাকা ফেরত দিলেই তো সংকট কেটে যেতে পারে’।
নিজেকে নির্দোষ দাবি করে জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আরো পড়ুন
পুরীতে গিয়ে বাঙালির হোটেল না পাওয়ার ভোগান্তি কমাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মরিয়া চেষ্টাই সার, শেষপর্যন্ত তিহাড় জেলেই যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) । আরো পড়ুন
ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। আরো পড়ুন
ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা চার মাস পরে আবার সাতশো পার করল। আরো পড়ুন
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির দুই তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে পার্টি থেকে বহিষ্কার করল তৃণমূল। আরো পড়ুন
অগ্নিবীর নিয়োগের পদ্ধতিতে এল বদল। এবার থেকে আগে অনলাইন পরীক্ষা, পরে রিক্রুটমেন্ট ব়্যালি, মেডিক্যাল টেস্ট। আরো পড়ুন
কলকাতা মেট্রোয় আবার ফিরল আগুন-আতঙ্ক! আরো পড়ুন
বুধবার দুপুরে আচমকাই কেঁপে ওঠে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা। আরো পড়ুন