রোজভ্যালিকাণ্ডে ইডি-র দফতরে হাজিরা দিলেন অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। সাতসকালেই সিজিও কমপ্লেক্সে হাজির টলিউডের সুপারস্টারের। সম্প্রতি গৌতম কুণ্ডুকে জেরা করে ইডি। সূত্রের খবর, সেখানেই বেশি কিছু সূত্র উঠে আসে তদন্তকারীদের হাতে। এদিন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা।
সূত্রের খবর, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে। কী কারণে তিনি সেই সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তা জানতে চাওয়া হবে। সম্প্রতি জেলে গিয়ে গৌতম কুণ্ডুকে জেরা করে ইডি। এরপর এক চার্টার্ড একাউন্ট্যান্টকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কাছ থেকে যেসব সূত্র পেয়েছেন তদন্তকারীরা, তার ভিত্তিতেই প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে জেরা করা হবে।
তদন্তকারীরা মনে করছেন, হয়তো কোনও আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে দুপক্ষের মধ্যে। যদি তা হয়ে থাকে, তা কী কারণে হত, তা খতিয়ে দেখা হবে। অভিনেতা কী আগে থেকে জানতেন রোজভ্যালি একটি ভুঁইফোঁড় সংস্থা, তা জানতেই ইডির তলব।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইডি দফতরে হাজিরা দেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁকে টানা ৬ ঘণ্টা জেরা করা হয়। এদিন দফতরে ঢোকার আগেই প্রসেনজিত্ চট্টোপাধ্যায় জানিয়েছে, ইডি তদন্তে সাহায্য করবেন তিনি।
কাশ্মীরি গালিচায় অনাবৃত রণবীর সিং। গায়ে সুতোটি নেই। হাত দিয়ে আড়াল করে রেখেছেন গোপনাঙ্গ। আরো পড়ুন
দশ দিনের লড়াইয়ের পর প্রয়াত ৮২ বছরের সংগীতশিল্পী ভূপিন্দর সিংহ। আরো পড়ুন
মাথায় কাঁচা-পাকা চুল, ন্যুড মেকআপ, প্রকাশ্যে ‘ইমারজেন্সি’র প্রথম লুক। আরো পড়ুন
বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। চলতি বছরেই অনুরাগীদের দোলাচলে রেখে শেষমেশ সাতপাকে বাঁধা পড়েছিলেন ‘রণলিয়া’। আরো পড়ুন
পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা খুনের পর গাড়ির ভিতরেই উৎসব শুরু করেছিলেন দুই আততায়ী। আরো পড়ুন
২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ। তার পর থেকে সাফল্যের রেখা আকাশ ছুঁতে চলল রশ্মিকা মন্দান্নার। আরো পড়ুন
প্রথম যৌনতার স্বাদ কে কখন পায়, তা কি বলা যায়! আরো পড়ুন
২০০৪ সাল। বলিউডের জনপ্রিয় পরিচালকের স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। আরো পড়ুন