এবার অস্ট্রেলিয়া দলে ফিরছেন স্টিভ ও। বিশ্বকাপজয়ী অজি অধিনায়ককে দেওয়া হচ্ছে গুরুদায়িত্ব।
বিশ্বকাপের পরই শুরু হয়ে যাবে অ্যাসেজ সিরিজ। ১৮ বছর পর ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ জিততে চাইছে অস্ট্রেলিয়া। আর সে জন্য এবার দলের মেন্টর হিসাবে আনা হচ্ছে স্টিভ ও-কে।
বিশ্বকাপের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন আরেক বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং। তিনি আসায় অস্ট্রেলিয়ার ব্যাটিং পারফরম্যান্সে ফারাক দেখা দিয়েছে। এবার অ্যাসেজ-এর আগে স্টিভ ও-কে দলের সঙ্গে জুড়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
জানা গিয়েছে, অ্যাসেজের আগে স্টিভ ও-র তত্ত্বাবধানে ছয় সপ্তাহ ট্রেনিং করবে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ্টেন টিম পাইন জানিয়েছেন, ”একের পর এক প্রাক্তন আমাদের সহায়তা করতে এগিয়ে আসছেন। এতে দলের দারুণ উপকার হচ্ছে।” পয়লা আগস্ট এজবাস্টনে শুরু হবে অ্যাসেজ-এর প্রথম টেস্ট। তার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না টিম অস্ট্রেলিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন