গোটা ইংল্যান্ড দল বিশ্বকাপ জিতে যা পেল, নোভাক জকোভিচ একাই সেই অর্থ উপার্জন করে নিলেন। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উত্সাহ, উদ্দীপনার কোনও শেষ ছিল না। রুদ্ধশ্বাস ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে কাপ জিতেছে ইংল্যান্ড। যদিও নিউ জিল্যান্ডকে পরাজিত দল বলে মেনে নিতে চাননি ক্রিকেট সমর্থকরা। কারণ, ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারেও টাই হয়। এর পর আইসিসির বাউন্ডারি কাউন্ট-এর নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
ক্রিকেট জনপ্রিয় খেলা। টেনিস নিয়ে এদেশের মানুষের মধ্যে ততটা উত্তাপ, উত্তেজনা নেই। ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি এবার কিন্তু উইম্বলডন নিয়ে ওতটা উদ্দীপনা কারও চোখে পড়েনি। তবে তাতে নোভাক জকোভিচের মতো তারকাদের কিছু যায় আসে না। ক্রিকেট বিশ্বকাপ ও উইম্বলডনের একই দিনে রোমাঞ্চকর সমাপ্তি হয়েছিল। রজার ফেডেরারকে হারিয়ে উইম্বলডন শিরোপা জেতেন জোকোভিচ। তার পরই ইংল্যান্ডের গোটা দল যা পেল তার সমপরিমাণ প্রাইজমানি একাই পেলেন জোকোভিচ।
বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ছিল ১০ মিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ বিশ্বকাপজয়ী দল, রানার্স এবং সেমিফাইনালে হেরে যাওয়া অপর দুদলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দেয় আইসিসি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড পেয়েছে চার মিলিয়ন মার্কিন ডলার। রানার্স নিউজিল্যান্ড পেয়েছে দুই মিলিয়ন মার্কিন ডলার। সেমিফাইনালে পরাজিত দুই দল আট লাখ মার্কিন ডলার করে পেয়েছে। মজার বিষয় হল, উইম্বলডনের মোট পুরস্কারমূল্য ৪৯ মিলিয়ন মার্কিন ডলার, যা আইসিসি বিশ্বকাপের পুরস্কারমূল্যের প্রায় পাঁচগুণ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন