প্রথমবার মেয়েদের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছিল নেদারল্যান্ডস। কিন্তু শেষরক্ষা হল না। ডাচদের হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে নিল আমেরিকা। ফ্রান্সের লিওঁতে রবিবার ২-০ গোলে জিতল মার্কিনি কন্যারা।
ফ্রান্সের লিওঁতে মেগা ফাইনালে নেদারল্যান্ডস বনাম আমেরিকা ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই আট মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আমেরিকা। বক্সের মধ্যে অ্যালেক্স মরগ্যানকে ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। ৬১ মিনিটে স্পট কিক থেকে আমেরিকাকে এগিয়ে দেন মেগান র্যাপিনো।
আর ৬৯ মিনিটে জোরালো শটে রৌজ ল্যাভেলের গোলে স্কোরলাইন ২-০ করে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের কোণঠাসা করে দেয় আমেরিকা। বাকি সময়ে ব্যবধান কমাতে ব্যর্থ ডাচরা। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়েন মরগ্যান-র্যাপিনোরা। এই নিয়ে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে মোট চারবার বিশ্বকাপ জিতে নিল আমেরিকা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন