প্রতারণার শিকার প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্রে সেওয়াগের স্ত্রী আরতি সেওয়াগ। টাকার অঙ্কটাও বেশ বড়সড়। বিজনেস পার্টনাররা তাঁর সই নকল করে ৪.৫ কোটি টাকার ধার নিয়েছেন। দিল্লি পুলিসে করা এফআইআর-এ এমনটাই জানিয়েছেন তিনি।
অভিযোগের আঙুল রোহিত কক্কর নামের এক ব্যক্তির দিকে। রোহিতের সংস্থায় বিজনেস পার্টনার ছিলেন সেওয়াগ-পত্নী। রোহিতের এই সংস্থাটির অফিস বিহারে। আরতির অভিযোগ, পরিকল্পনা করে তাঁকে প্রতারিত করেছেন রোহিত ও সেই সংস্থার আরও পাঁচ ব্যক্তি। রোহিতের অপর একটি সংস্থা আছে। তাঁর অজান্তেই সেই সংস্থার সঙ্গে তাঁর নাম জড়ানো হয়েছে বলে জানান তিনি। বীরেন্দ্র সেওয়াগের মতো ক্রিকেটারের স্ত্রী সংস্থার সঙ্গে জড়িত থাকলে সংস্থার ভাবমূর্তি ভাল হবে। সেই কারণেই নাম জড়ানো হয়েছে তাঁর, দাবি আরতির।
সেই প্রচ্ছন্ন ভাবমূর্তিকে ব্যবহার করেই প্রতারণার জাল বিছিয়েছে রোহিত। একটি সংস্থার থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার ধার নেয় রোহিতের সংস্থা। ধার নেওয়ার নথিতে তাঁর জাল সই ব্যবহার করা হয়েছে বলে দাবি আরতির। ইচ্ছাকৃত ভাবে সেই ধার শোধও করেনি রোহিতের সংস্থা। কী ভাবে তাঁর বিনা অনুমতিতে আরেকটি সংস্থায় তাঁর নাম জড়ানো হল তাই নিয়ে প্রশ্ন তোলেন আরতি। পাশাপাশি সই নকল করে প্রতারণা করে তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
দিল্লি পুলিস রোহিত ও তাঁর সংস্থার বিরুদ্ধে ৪২০ ধারায় মামলা করেছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিস।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন