বনগাঁ ও হালিসহর পুরসভা নিয়ে শাসকদলকে আদালতের চরম ভর্ৎসনার পর মুখ খুললেন বিজেপি সাংসদ অর্জুন সিং। শুক্রবার এনিয়ে সরাসরি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ করেন তিনি। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিজেপি সাংসদের শব্দচয়ন নিয়েও আপত্তি করছেন অনেকে।
এদিন অর্জুন বলেন, ‘পশ্চিমবঙ্গে আইনের শাসন শেষ হয়ে গেছে। হাইকোর্ট আজ যে ভাবে শাসকদলকে ভর্ৎসনা করেছে তাতে রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত।’ এর পরই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্দেশে তীব্র আক্রমণ শানান তিনি। বলেন, ‘পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্বে একজন মুর্খ মন্ত্রী এসেছেন। ও যতদিন থাকবে বাংলার কিছু হবে না।’
শুক্রবার বনগাঁ ও হালিসহর পুরসভার অনাস্থা আলাদা ২টি মামলায় কলকাতা হাইকোর্টের তীব্র তিরস্কারের মুখে পড়তে হয় শাসক তৃণমূলকে। বনগাঁ মামলায় চেয়ারম্যান শংকর আঢ্যকে ভর্ৎসনা করে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু চেয়ার আঁকড়ে আছেন। আপনার লজ্জা নেই?’ বনগাঁয় যাঁরা অনাস্থা এনেছিল, ভোটাভুটিতে তারাই অংশগ্রহণ করতে পারেনি বলে উল্লেখ করেন বিচারপতি। বলেন, একজিকিউটিভ অফিসারের রিপোর্ট বেদবাক্য না কি?
১১ অগস্ট গরুপাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। আরো পড়ুন
গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আরো পড়ুন
সোমবার কলকাতা গেলেও সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি অনুব্রত (কেষ্ট) মণ্ডল। আরো পড়ুন
টাকা তাঁর নয়। মঙ্গলবার এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়। আরো পড়ুন
রাজ্য মন্ত্রিসভায় রদবদল। একথা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আরো পড়ুন