হালিসহর পুরসভায় বিজেপির বোর্ড গঠন নিয়ে ফের জল্পনা উস্কে দিলেন মুকুল রায়। তাঁর দাবি গেরুয়া শিবিরই দখল করবে হালিসহর পুরসভা।
বুধবার মুকুল রায় বলেন, ৭-১০ দিনের মধ্যে ফের বিজেপির দখলে আসবে হালিসহর পুরসভা। কাউকে ভয় দেখিয়ে বিজেপিতে আনা হয়নি। দলত্যাগী কাউন্সিলররা প্রত্যকেই নিজের ইচ্ছায় দিল্লিতে গিয়েছিলেন। কাঁচরাপাড়া, হালিসহরে বিজেপি সন্ত্রাস করে জেতেনি। মানুষ ভোট দিয়েছে। খুব শীঘ্রই হালিসহর পুরসভার পুর প্রধান অংশুমান রায়ের বিরুদ্ধে অনাস্থা আনা হবে। অংশুমান চেয়ারম্যান হয়েছে আমার দয়াতে।
উল্লেখ্য, লোকসভা ভোটের আগে হালিসহর পুরসভা ছিল তৃণমূলের। পুরসভার ২৩ আসনের মধ্য ২১টি ছিল তৃণমূলের, ১টি নির্দল ও একটি বিজেপির। লোকসভা ভোট মিটতেই দলবদলের হাওয়া লাগে তৃণমূল শিবিবে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন দলের ১৮ জন কাউন্সিলর। ফলে সংকটে পড়ে যায় তৃণমূল কংগ্রেস।
এদিকে, মঙ্গলবার বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলারদের মধ্যে ৯ জন ফের তৃণমূলে ফিরলেন। ফলে ২৩ আসনের পুরসভায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ১২ জন। বিজেপির ১০ জন। এর পরও বোর্ড গঠন করার আশা ছাড়ছে না বিজেপি।
হালিসহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায় বলেন, একসময় দলের কর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে সেই আতঙ্ক দূর করে গিয়েছেন।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন