স্ত্রীর প্রেমিকের বাঁশের ঘায়ে মাথা ফাটল স্বামীর। বিচার চেয়ে থানার দ্বারস্থ হয়েছেন স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।
সোনারপুরের দাসপুরের বাসিন্দা মলয় কর্মকার। নরেন্দ্রপুর মেনগেটের কাছে তাঁর একটি চায়ের দোকান রয়েছে। গত কয়েক মাস দোকান চালানোর ভার নিয়েছিলেন স্ত্রী রেখা কর্মকার। জানা গিয়েছে, দু’মাস ধরে রেখা গভীর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। আবার কাকভোরে গিয়ে দোকান খোলেন। এরকম বেশ কিছুদিন চলার পর, মলয় কর্মকার স্ত্রীকে দোকানে যেতে বারণ করেন। জানান তিনি-ই এবার থেকে দোকানে যাবেন।
কিন্তু স্বামীর কথায় কর্ণপাত না করে দোকানে চলে যান রেখা। এরপর শনিবার গভীর রাত পর্যন্ত স্ত্রী বাড়ি না ফেরায়, সটান দোকানে গিয়ে হাজির হন মলয়বাবু। সেখানে গিয়ে তিনি এক ব্যক্তির সঙ্গে স্ত্রীকে দোকানের মধ্যে আপত্তিকর অবস্থায় দেখতে পান। ওই ব্যক্তির পরিচয় জিজ্ঞাসা করলে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে মলয় কর্মকার।
অভিযোগ, তখনই পিছন দিক থেকে ওই ব্যক্তি বাঁশ দিয়ে মলয় কর্মকারের মাথায় মারেন। বাঁশের ঘায়ে মাথা ফেটে যায় তাঁর। সংজ্ঞা হারান তিনি। এই ঘটনায় স্ত্রী রেখা কর্মকার ও তাঁর প্রেমিক জগদ্দলের বাসিন্দা পালন সাঁপুইয়ের নামে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন