ভূগোল পাশ করে wbcs পড়ার স্বপ্ন ছিল দীয়ার তেহট্টের বাসিন্দা বছর ৩০-এর মৃন্ময় বিশ্বাসের। তবে মনের জোর প্রবল থাকলেও স্বপ্নের উড়ানে বাঁধ সাধছিল শরীর। গত একবছর ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। বলার অপেক্ষা রাখে না ক্রমশ মৃত্যুর দিকেই যাচ্ছিল সে। শেষে সব আশঙ্কা মিথ্যে করেই ফের জীবন ফিরে পেতে চলছেন মৃন্ময়।
মিরাকেলই বটে, দীর্ঘ এক বছর ধরে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন মৃন্ময়। হঠাৎই আন্দুল হাসপাতাল থেকে অঞ্জনা ভৌমিক নামে জোকার এক গৃহবধূর ব্রেন ডেথের খবর আসে। তারপরই অঞ্জনার পরিবারের তরফে অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া হয়। অঞ্জনার হৃদযন্ত্র, ত্বক, কিডনি, লিভার এবং চোখ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে শহরের বিভিন্ন হাসপাতালে।
শুধু মৃন্ময় নয়। হাসপাতাল সূত্রে খবর, লিভার পাচ্ছেন বারাসতের বছর ৫৩-র প্রৌঢ়া রিনা শীল। দুটি চোখ পৌঁছে গিয়েছে মুকুন্দপুরের শঙ্কর নেত্রালয়ে। লিভার এবং হৃদযন্ত্র প্রতিস্থাপন শুরু হয়েছে এসএসকেএমে। ত্বকও পাঠানো হয়েছে এসএসকেএমের স্কিন ব্যাঙ্কে। তবে ফুসফুস সংরক্ষণের কথা উঠলেও তা সফল হয়নি। অঙ্গ প্রতিস্থাপন এ রাজ্যে নতুন নয়। এর আগেও একাধিকবার মৃতের অঙ্গে প্রাণ ফিরেছে মুমূর্ষুর। এবার ফের একবার অঙ্গ প্রতিস্থাপনে নজির গড়ল শহর কলকতা। এর আগে গ্রিন করিডরে কিছু সমস্যার মুখে পড়তে হলেও এবার গ্রিন করিডর দেখল পুলিসি কামাল, সকালের ব্যস্ত রাস্তাতেও মাত্র ১২ মিনিটেই আন্দুল থেকে এসএসকেএমে পৌঁছায় হৃদযন্ত্র। উল্লেখ্য, ইতিমধ্যেই শুরু হয়েছে কিডনি, লিভার এবং অঙ্গ প্রতিস্থাপন। অপারেশন চলছে এসএসকেএমে।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন