পরিবেশবান্ধব জ্বালানির দিকে হাঁটছে গোটা বিশ্ব। যানবাহন প্রস্তুতকারী সংস্থাগুলিও নজর দিয়েছে বিকল্প জ্বালানির যান নির্মাণের দিকে। বিকল্প জ্বালানির আনল বাজারে আনল মোটরবাইক উত্পাদনকারী সংস্থা TVS। শুক্রবার প্রকাশ্যে এল Apache RTR 200 Fi E100। জনপ্রিয় বাইক Apache RTR 200-এর পরিবেশ-বান্ধব সংস্করণ আনল টিভিএস। পেট্রোল নয়, অ্যাপাচের এই মডেল চলবে ইথানলে।
ইথানলে রয়েছে প্রায় ৩৫% অক্সিজেন। পেট্রোলের তুলনায় অনেকটাই কম দূষণ ছড়ায় ইথানল। ইথানলের ব্যবহারে কমবে কার্বন মনোঅক্সাইডের প্রকোপ। পাশাপাশি ধোঁয়া এবং সালফার-ডাই-অক্সাইডের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কম হবে। ভারতেই তৈরি করা সম্ভব ইথানল। দেশে ইথানলের প্রচলন বৃদ্ধি পেলে আমদানিকৃত পেট্রোলিয়ামের উপর নির্ভরশীলতাও কমবে বলে মনে করছে টিভিএস।
তবে, ইথানল জ্বালানি হিসাবে অপেক্ষাকৃত কম শক্তি তৈরি করে। কিন্তু, বাইকের পারফরম্যান্স নিয়ে সতর্ক টিভিএম। তাদের দাবি, পেট্রোলচালিত বাইকের সঙ্গে এর কোনও ফারাক নেই। বাইকটির দাম পড়বে ১ লক্ষ ২০ হাজার টাকা। তবে ইথানল ব্যবহারের জন্য বাইক চালানোর খরচ অনেকটাই কমে যাবে বলে দাবি সংস্থার। দেশের সর্বত্র ইথানল সরবরাহ করার পরিকাঠামোও তৈরি করা হচ্ছে।
এদিন বাইকের প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ী। সংস্থার এক কর্তা জানান, Apache-এর এই মডেলে দূষণের পরিমাণ সাধারণ মডেলের তুলনায় অনেকটাই কম। বাইকের কার্যকারিতার সঙ্গে আপোস না করেই সবুজ পৃথিবী তৈরির প্রতিজ্ঞায় দায়বদ্ধ সংস্থা।
চলতি আর্থিক বছরে রেলের রাজস্ব থেকে আয় বাড়ল। আরো পড়ুন
তিন দিন পরেই শুরু হচ্ছে বছরের শেষ ডিসেম্বর মাস। আরো পড়ুন
অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এল পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি। আরো পড়ুন
ভারতীয় সেনার জন্য ভারতে তৈরি রকেট লঞ্চার পিনাকা এ বার কিনতে চাইছে বাইরের দেশগুলিও। আরো পড়ুন
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সপ্তমী থেকে শহরে হতে পারে বৃষ্টি। আরো পড়ুন
অপেক্ষার অবসান। অবশেষে 4% DA বৃদ্ধি করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। আরো পড়ুন
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) অস্থায়ী পরিবহণ কর্মীদের ২৬ দিন কাজের আশ্বাস দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আরো পড়ুন
রাজ্য সরকারি কর্মচারিদের (State Government Employee) জন্য সুখবর। আরো পড়ুন
17 সেপ্টেম্বর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আরো পড়ুন